দাম্পত্যে ভাঙন ধরেছে অনেক আগেই। বিবাহ-বিচ্ছেদের মামলা চলছে। নারদ মামলায় শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর নিজাম প্যালেসে ছুটে গিয়েছিলেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। অন্যদিকে কলকাতার প্রাক্তন মেয়রকে প্রেসেডেন্সি জেলে নিয়ে যাওয়ার পর গেটে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
স্ত্রী রত্নাকে SSKM-এ ঢুকতে না দেওয়ার অনুরোধ জানিয়ে এবার সুপারকে চিঠি লিখলেন শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী। বাদ গেলেন না ছেলে ঋষি ও মেয়ে সুহানিও। এই চিঠি পাওয়ার পর হাসপাতালের সুপার পদক্ষেপও করেছেন বলে জানা গিয়েছে।
রত্নার সঙ্গে শোভনের দূরত্ব। শোভনের সঙ্গে বৈশাখীর বন্ধুত্ব। রাজ্যে বেশ চর্চার বিষয়। তাতে নতুন পর্ব যোগ হয়েছে সোমবার, শোভনের গ্রেফতারির পর। আইনজীবীকে নিয়ে সোজা নিজাম প্যালেসে ছুটে গিয়েছিলেন রত্না। তাঁর কথায়,'এখনও আমরা স্বামী-স্ত্রী। বিপদের দিনে শোভনবাবুর পাশে দাঁড়ানোই আমার কর্তব্য।' নিজাম প্যালেসে মা-কে সঙ্গে দিয়েছেন ছেলে ঋষিও।
স্ত্রী রত্না চট্টোপাধ্যায় সঙ্গীদের নিয়ে হাসপাতালে ঢুকে কোনও অশান্তি পাকাবেন না তো। সেই আশঙ্কায় শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী সুপারকে চিঠি লিখেছেন বলে জানা গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন