সোনালি গুহ তৃণমূলে ফিরে যাওয়ায় গেরুয়া শিবিরের কোনও ক্ষতি হবে না। যাঁরা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে বিজেপিতে এসেছিলেন তাঁরাই এখন ফিরে যাচ্ছেন। এমনটাই জানালেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "এঁদের আসা যাওয়াতে বিজেপির সংগঠনের ক্ষতি হয় না।
বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে এসেছিলেন সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক সোনালি। তবে প্রার্থী করেনি বিজেপি। এখন তিনি ফিরে যেতে চান পুরনো দলে। শনিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 'ক্ষমাপ্রার্থী' সোনালি টুইট করেছেন।
এর আগে গত মঙ্গলবার বিজেপি ছেড়েছেন সোনালি-র সঙ্গে একই দিনে গেরুয়া শিবিরে যোগ দেওয়া বসিরহাট দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। এ নিয়ে দিলীপ বলেন, "অনেকে অনেক রকম উদ্দেশ্য নিয়ে দলে এসেছিলেন। এখন সে সব পূরণ হবে না বুঝতে পেরে চলে যাচ্ছেন। লড়াই করতে ভয় পাচ্ছেন।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন