পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। আছে নিয়োগ নিয়ে ভূরি-ভূরি অনিয়মের অভিযোগ। এই অনিয়মের অভিযোগে আদালতে দায়ের হয়েছে মামলা।
এমন সময় পড়শি রাজ্য আসাম শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল। বলা যেতে পারে নজির রাখল আসাম। সদ্য নির্বাচিত নতুন শিক্ষা মন্ত্রী রনৌজ পেগু জানালেন, অন্য সমস্ত শর্তাদি পূরণ করলে প্রত্যেকটি উত্তীর্ণ পরীক্ষার্থীই পাবেন শিক্ষকতার চাকরি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো পরীক্ষার্থীদের এটা একটা বড় স্বপ্ন। তবে আসামের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। টেটে যত জন পরীক্ষার্থী পাশ করেছেন সরকারি শূন্য পদের সংখ্যা তার চেয়ে অনেক কম। আর সেই কারণেই এই নতুন সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর। এর পাশাপাশি, নতুন সরকার সম্পূর্ণ মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ করবে বলেও এদিন দাবি করেন শিক্ষামন্ত্রী।
মঙ্গলবার তিনি জানান, "শিক্ষা ক্ষেত্রে যত শূন্য পদ রয়েছে তা পূরণ করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে শিক্ষা বিভাগ। সরকারি প্রাথমিক অ্যাজেন্ডায় রয়েছে শূন্য পদ পূরণ। যত শূন্যপদ রয়েছে তত টেট উত্তীর্ণ প্রার্থী নেই। শূন্যপদ পূরণের জন্য টেট আয়োজন করতে হবে। না হলে অন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন