করোনার দ্বিতীয় সংক্রমণের জেরে বেসামাল ভারত। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ব্যক্তির সংখ্যা। এই সংক্রমণ আটকাতে অনেক রাজ্যকেই লকডাউনের পথে হাঁটতে হয়েছে। কোনও কোনও রাজ্যে আবার চলছে আংশিক লকডাউন। এর ফলে দেশের অর্থনীতি আবার ব্যাপক ভাবে ধাক্কা খেয়েছে।
এই সংক্রান্ত একটি তথ্য প্রকাশ করেছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা সিএমআইই। তাদের প্রকাশ সেই তথ্য অনুযায়ী, মার্চ মাসে ভারতের বেকারত্বের হার ছিল ৬.৫ শতাংশ। সেটা এপ্রিলে বেড়ে হয়েছে ৮ শতাংশ। সংস্থার সিইও মহেশ ব্যাস জানান, ফেব্রুয়ারিতেও এলপিআর বা লেবার পার্টিসিপেশন রেট (কর্মীদের যোগ দেওয়ার হার) কমে গিয়েছে । মার্চ ও এপ্রিলে সেই ধারা বজায় আছে। এর কারণে পর পর তিন মাসে এই ধরনের ঘটনা ঘটল।
অপরদিকে ওই সংস্থার দেওয়া হিসেব অনুযায়ী, গত মার্চে কর্মসংস্থানের হার ছিল ৩৬.৮ শতাংশ। আর এপ্রিলে তা কমে হয়েছে ৩৭.৬ শতাংশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন