আইনি জটে এখনও আটকে রয়েছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। ইন্টারভিউ এর তালিকা প্রকাশ করতে চেয়ে চার সপ্তাহ কোর্টের কাছে সময় চেয়েছিল এসএসসি। সেই সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এর পরবর্তী পদক্ষেপ এসএসসি তরফে কি নেওয়া হবে তা এখনও ঠিক করতে পারেনি। অন্যদিকে হাইকোর্টের নির্দেশ রয়েছে ৩১ শে জুলাই এর মধ্যেই উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সেটা এই মুহূর্তে সম্ভব নয় বলে মনে করছে অনেকেই।
প্রসঙ্গত, করোনা আবহে নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল স্কুল সার্ভিস কমিশন। এর ফলে ভাগ্য খুলবে চাকরি প্রার্থীদের একটা বড় অংশের। কয়েক বছর রাজ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কার্যত আটকে রয়েছে আইনি জটিলতার কারণে। আপার প্রাইমারিতে নিয়োগের কাজ এখনও শেষ করতে পারেনি কমিশন। কিন্তু এবার লাইব্রেরিয়ান নিয়োগ এ তৎপরতা শুরু করে দিল রাজ্য সরকার। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর এক হাজারেরও বেশি লাইব্রেরিয়ান পদে ফাঁকা রয়েছে এখনো পর্যন্ত। যদিও সেই সংখ্যা বাড়তে পারে বলে অনুমান দফতরের কর্তাদের। যদিও বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শক দের স্কুলের লাইব্রেরিয়ানের শূন্যপদ পাঠানোর নির্দেশ দেওয়া হবে খুব শীঘ্রই বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। তবে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী তরফের নিয়োগের তৎপরতা শুরু করে দেওয়ার নির্দেশ এসএসসি কে দেওয়া হয়েছে বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, রাজ্যে শেষ লাইব্রেরিয়ান নিয়োগ করা হয়েছিল ২০১২ সালে। ২০১২ সালে বিজ্ঞপ্তি দিয়ে ২০১৩ সালের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করেছিল কমিশন। প্রায় ৮ বছর পর রাজ্য সরকারের স্কুলগুলিতে লাইব্রেরিয়ান নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন