বঙ্গভঙ্গের ষড়যন্ত্র করছে বিজেপি। এদিন এমন গুরুতর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। বললেন, "বাংলাকে পরাধীন করতে দেব না। বাংলাকে ভাগ করতে চাওয়ার উপযুক্ত জবাব দেবে বাংলার মানুষ"।
শেষ কয়েকদিন নানা সূত্র মারফৎ জানা যায়- সুরক্ষা, ঐক্য, অনুপ্রবেশ, অনুন্নয়নের মতো ইস্যুকে হাতিয়ার করে উত্তরবঙ্গে পৃথকভাবে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাতে চলেছে বিজেপি। যেহেতু উত্তরবঙ্গে বিজেপির বিধায়ক এবং সাংসদ সংখ্যা বেশি, সেই কারণে একে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার প্রস্তাব পাঠান হবে কেন্দ্রে।
এর পরে মুখ্যমন্ত্রী আরও বলেন, "দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যে। উত্তরবঙ্গও পশ্চিমবঙ্গের মধ্যে। কোনওরকম ভাগাভাগি আমি করতে দেব না। রাজ্য সরকারের অনুমতি ছাড়া এসব হবে না। বিজেপি যদি মনে করে জলপাইগুড়ি বিক্রি করে দেব, অত সস্তার নয়, বিজেপি যদি মনে করে আমি আলিপুরদুয়ার বিক্রি করে দেব, কোচবিহার বিক্রি করে দেব, দার্জিলিং বিক্রি করে দেব, অত সস্তার নয়। আমি বাংলাকে পরাধীন করতে দেব না। নিজেরা দিল্লি সামলাতে পারে না।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন