বিজেপি ছেড়ে ফের তৃণমূলে মুকুল রায়। শুক্রবারই সপুত্র ফের পুরনো দলে ফিরেছেন। 'ঘর ওয়াপসি-র পরই তাঁর নিরাপত্তার বন্দোবস্ত করল রাজ্য পুলিশ। রাতেই তাঁর কাঁচরাপাড়ার বাড়ির সামনে পুলিশ মোতায়েন হয়েছে। কেন্দ্রীয় বাহিনীও তাঁর বাড়ির সামনে মোতায়েন রয়েছে।
অনেক দিন পরে দলের সংগঠন মজবুত করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিলেন নবীনরা। প্রবীণদের পুনরায় গাঁটছড়া বাঁধার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় নবীনরা। তাঁরা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুকুল পুত্র শুভ্রাংশু রায়। মুকুল জায়া কৃষ্ণা রায়ের অসুস্থতায় অভিষেকের সৌজন্যে এবং শুভ্রাংশু কৃতজ্ঞতাতেই সব জটিলতা কেটেছে বলে মনে করেন রাজনৈতিক মহলের বড় অংশ। এবার দলে শুভ্রাংশুকেও বাড়তি গুরুত্ব দেওয়া হবে, সে বিষয়ে আর কোনও সন্দেহ নেই। আপাতত তাঁকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা ভাবছে রাজ্য। কিন্তু ঠিক কী পদে কাজ করবেন শুভ্রাংশু, কী হবে তাঁর ভূমিকা, এ নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি। যদিও মুকুল রায় যে আগের মতোই কাজ করবেন তা নিজেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে একাধিক রাজ্যে ভোট রয়েছে। চাণক্য বলে দলের অন্দরে পরিচিত মুকুল ত্রিপুরার মতো রাজ্যকে হাতের তালুর মতো চেনেন। কাজেই দলকে সর্বভারতীয় স্তরে নিয়ে যেতে মমতা বন্দ্যোপাধ্যায় যে তাঁর উপর কিছুটা ভরসা করবে তা আর বলার অপেক্ষা রাখে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন