করোনা আবহে নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল স্কুল সার্ভিস কমিশন। এর ফলে ভাগ্য খুলবে চাকরি প্রার্থীদের একটা বড় অংশের। কয়েক বছর রাজ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কার্যত আটকে রয়েছে আইনি জটিলতার কারণে। আপার প্রাইমারিতে নিয়োগের কাজ এখনও শেষ করতে পারেনি কমিশন।
উল্লেখ্য, রাজ্যে শেষ লাইব্রেরিয়ান নিয়োগ করা হয়েছিল ২০১২ সালে। ২০১২ সালে বিজ্ঞপ্তি দিয়ে ২০১৩ সালের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করেছিল কমিশন। প্রায় ৮ বছর পর রাজ্য সরকারের স্কুলগুলিতে লাইব্রেরিয়ান নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন