নির্বাচনের আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আর তাই এবার রাজ্যে চালু হয়ে গিয়েছে নয়া ছাত্রঋণ প্রকল্প। স্টুডেন্ট ক্রেডিট কার্ড নামের একটি কার্ড চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম অনুযায়ী, দশম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত ছাত্ররা যে কোনও সময় পড়াশোনা সংক্রান্ত প্রয়োজনে এই ঋণ ব্যবহার করতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উচ্চশিক্ষার জন্য ১৫ বছর মেয়াদে ঋণ পাবেন ছাত্রছাত্রীরা৷ সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের আবেদন করা যাবে। আর সেই প্রকল্প চালু হয়ে যাওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই রাজ্য সরকারের কাছে প্রায় ৮ হাজার আবেদন জমা পড়ে গেল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন