বাসভাড়া বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বাসমালিকদের বৈঠকে বেরলো না কোনও রফাসূত্র। নিজেদের দাবিতেই অনড় দুপক্ষই। রাজ্যের তরফে পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগে বাস পথে নামাতে হবে। তার পর ভাড়াবৃদ্ধি নিয়ে বিবেচনা করবে সরকার।
১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাজ্যে সরকারি, বেসরকারি বাস চালুর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সরকারি বাস রাস্তায় নামলেও, প্রথম দিন থেকেই দেখা গেল রাস্তায় নেই প্রায় কোনও বেসরকারি বাস। কয়েকটি রুটের বাস চলছে মাত্র। যে কয়েকটি বাস চলছে, তারাও অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন