উচ্চ প্রাথমিকে নিয়োগ জটিলতা কেটেছে গতকাল। আর এই জটিলতা কাটার পরেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। কীভাবে ইন্টারভিউ হবে এবং কীভাবে ছাত্র-ছাত্রীরা তাঁদের অভিযোগ জানাবেন যাবতীয় বিষয় নিয়ে আজ আলোচনায় বসতে পারে কমিশন।
প্রসঙ্গত, গতকাল উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ প্রত্যাহার করে আদালত। এর ফলে উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত জট অনেকটাই কাটল বলে মনে করা করছে হবু শিক্ষকদের বড় অংশ। তবে নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা বা অনিয়মের অভিযোগ করেছেন যাঁরা, তাঁদের অভিযোগও স্কুল সার্ভিস কমিশনকে শুনতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য ইন্টারভিউয়ের জন্য তালিকা প্রকাশ করেছিল এসএসসি।
কিন্তু সেই তালিকায় একাধিক অস্বচ্ছতার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। তারই ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছিল আদালত। গতকাল সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়ে বিচারপতি নির্দেশ দিয়েছেন, আপাতত ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে পারবে কমিশন। তবে ইন্টারভিউতে ডাক না পেয়ে যাঁরা অস্বচ্ছতার অভিযোগ করেছেন, তাঁদের অভিযোগও শুনতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। বিচারপতি নির্দেশে জানিয়েছেন, ২ সপ্তাহের মধ্যে অনলাইন এবং অফলাইনে নিজেদের অভিযোগ জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন