আগামী সপ্তাহ থেকে শুরু হবে উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ। আর ১২ সপ্তাহের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। শনিবার এমনটাই জানাল স্কুল সার্ভিস কমিশন (এসএসএসি)।
প্রসঙ্গত, গতকাল উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ প্রত্যাহার করে আদালত।
কিন্তু সেই তালিকায় একাধিক অস্বচ্ছতার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। তারই ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছিল আদালত। গতকাল সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়ে বিচারপতি নির্দেশ দিয়েছেন, আপাতত ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে পারবে কমিশন। তবে ইন্টারভিউতে ডাক না পেয়ে যাঁরা অস্বচ্ছতার অভিযোগ করেছেন, তাঁদের অভিযোগও শুনতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। বিচারপতি নির্দেশে জানিয়েছেন, ২ সপ্তাহের মধ্যে অনলাইন এবং অফলাইনে নিজেদের অভিযোগ জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন