করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে বেশকিছু নিয়ম করেছে সরকার। কোভিড পরিস্থিতিতে মানতেই হবে স্বাস্থ্যবিধি, তবে চরতে পারবেন মেট্রো! এক গুচ্ছ শর্তের ভিত্তিতেই ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুক্রবার থেকে শুরু হল ,সাধারণের জন্য মেট্রো পরিষেবা।
প্রাথমিক ভাবে ঠিক হয়েছে পঞ্চাশ শতাংশ অর্থাৎ দুই হাজার যাত্রী নিয়ে চলবে মেট্রো। মাস্ক ছাড়া কোনও ভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না স্টেশনের ভেতরে। টোকন তো নয় এবার ই পাশের ব্যবস্থাও এবার নেই। শুধুমাত্র স্মার্ট কার্ড থাকলেই যাত্রীরা মেট্রোতে যাতায়াত করতে পারবেন। স্বাভাবিক ভাবেই মেট্রোতে যাত্রী সংখ্যা আগের তুলনায় অনেক কম। অবাঞ্ছিত হবে কেউ যাতে মেট্রোতে যাতায়াত না করেন তার জন্য নিরাপত্তারক্ষীরা স্টেশনে প্রবেশের সময় যাত্রীদের পেশাগত পরিচয় পত্র দেখতে চাইছেন।
কিন্তু এত কিছুর পরও ট্রেনের ভিতর করোনা বিধিনিষেধ সঠিক ভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ। বাইরে সব রকম কোভিড বিধি মেনে চললেও মেট্রোর ভিতরে বেশির ভাগ যাত্রী মানছে না দূরত্ব বিধি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন