হকারদের পুনর্বাসনের জন্য তৈরি করা নতুন স্টল পরিদর্শন এসে বিক্ষোভের মুখে ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে থাকা অন্যান্য অন্যান্য পুরকর্তাদের সামনেই ক্ষোভে ফেটে পড়েন হকারদের বড় অংশ। বিক্ষোভকারীদের দাবি, স্টল বণ্টনের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। স্থানীয় এক যুব তৃণমূল নেতার বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মারাত্মক অস্বস্তির সম্মুখীন হন ফিরহাদ। যদিও যাওয়ার সময় তিনি দাবি করেন, যা সমস্যা রয়েছে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন