শুক্র ও শনিবার উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি। এমন পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে প্রশাসনের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। পাহাড়ি এলাকায় ধস নামবে বলেও সতর্ক করা হয়েছে। বাড়বে নদীর জলস্তর।
এর পাশাপাশি অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দার্জিলিং ও কালিম্পঙে। শুক্রবার কলকাতায় কার্যত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন