করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে। এমন আবহে আগামিকাল থেকেই ফের রাস্তায় নামবে সরকারি-বেসরকারি বাস। চলবে অটো ট্যাক্সি, ক্যাবও। তবে পুরনো ভাড়ায় কত সংখ্যক বেসরকারি বাস রাস্তায় নামবে, তা নিয়ে নিয়ে ইতিমধ্যে অনেকেই প্রশ্ন তুলেছেন। আর সব সরকারি বাস রাস্তায় বেরলেও বেসরকারি বাস না নামলে সমস্যায় পড়তে পারেন অফিসযাত্রীরা। বাসমালিকরা জানিয়েছেন, ভাড়া বৃদ্ধি না হলে বাস নামানো সম্ভব নয়।
বুধবার রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে জানিয়েছেন, "বাসমালিকদের দাবি আমরা ইতিমধ্যে সরকারকে জানিয়ে দিয়েছি। এই সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে। সরকারের সিদ্ধান্ত জানিয়ে দেব।"

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন