বিক্ষিপ্ত বৃষ্টির জেরে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ভ্যাপসা গরমের সঙ্গে বাড়ল আর্দ্রতা। এর কারণে অস্বস্তি বাড়বে। বিক্ষিপ্ত বৃষ্টির ফলে প্যাচপ্যাচে গরম বাড়ছে শহর ও শহরতলিতে।
আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বৃষ্টির সম্ভাবনার সঙ্গে রয়েছে তাপমাত্রার পারদ বৃদ্ধির ইঙ্গিত।
আগামী ৪-৫ দিন কলকাতার উত্তর এবং দক্ষিণের তাপমাত্রার বিশেষ কোন পরিবর্তন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজও আকাশ আংশিক মেঘলাই থাকবে। ভারী বৃষ্টি না হলেও দু এক পশলা বৃষ্টি হবে মাঝেমধ্যে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন