আগামী বছর মার্চের মধ্যে রাজ্য সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগে আরও একটি টেট নিতে চায় বলে সুপ্রিম কোর্টে জানাল শিক্ষা পর্ষদ। এর ফলে ২০১৭-র পর থেকে পরবর্তী ৪ বছরে যে সব চাকরিপ্রার্থী প্রাথমিক শিক্ষাকতার জন্য ডিএলএড প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের চাকরি পাওয়ার পথ প্রশস্ত হবে বলে আশা শিক্ষানুরাগীদের। রাজ্যের এই সিদ্ধান্তের ফলে দেড় লক্ষ শিক্ষক পদপ্রার্থী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ আর মামলা যেন সমার্থক হয়ে উঠেছিল রাজ্যে। এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে সুপ্রিম কোর্টের একটি নির্দেশ। ২০১৭ সালের টেট সংক্রান্ত যাবতীয় আবেদনের নিষ্পত্তি হল সোমবার।
এর পাশাপাশি প্রাথমিক বোর্ডের তরফে সর্বোচ্চ আদালতে জানানো হয়, ২০২২- এর মার্চ মাসের মধ্যে রাজ্যে প্রশিক্ষণ প্রাপ্তদের জন্য নতুন টেট নেওয়া হবে। বোর্ডের এই আশ্বাসে আস্থা রেখে বিষয়টি নির্দেশনামায় উল্লেখ করেছে আদালত।
সর্বোচ্চ আদালতে ২০১৭ সালের টেট পরীক্ষা নিয়ে মামলা করেন ইমনা চৌধুরী। ইমনার আইনজীবী আলি এহসান আলমগির জানান, 'টেট পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোয় ২০১৭ সালে। আর পরীক্ষা নেওয়া হয় ২০২১ সালের জানুয়ারি মাসে। মাঝের ৪ বছরে কোনও পরীক্ষা হয়নি। এই সময়কালে অনেকেই টেটে বসার উপযোগী হলেও তাঁদের সেই সুযোগ দেওয়া হয়নি। ফলে বয়স বাড়তে থাকলেও নিয়োগ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হওয়া যায় না। আদালতের এই পর্যবেক্ষণে চাকরির স্বপ্ন দেখা অনেক পরীক্ষার্থী লাভবান হবেন
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন