নিয়োগ নিয়ে স্বস্তির খবর। হাইকোর্টের সিদ্ধান্তে প্রাথমিকে নিয়োগ নিয়ে উদ্বেগ কাটল রাজ্য সরকারের। প্রাথমিকে নিয়োগ নিয়ে একটি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। মামলাকারীর দাবি ছিল, উচ্চ প্রাথমিকের মতো প্রাথমিকেও শিক্ষক পদপ্রার্থীদের নামের পাশে মোট প্রাপ্ত নম্বর লিখে দিতে হবে।
এদিকে, সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ। বেলা ১.৩০টা থেকে শুরু হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়া। সেইমতোই প্রার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এদিন নেপালি, সাঁওতালি ও উর্দু ভাষার ইন্টারভিউ নেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে পাওয়া খবর অনুসারে, সোমবার থেকে বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। চলবে আগামী ৪ অগস্ট পর্যন্ত। সবরকম করোনা বিধি মেনেই এই বহু প্রতীক্ষিত ইন্টারভিউ পর্ব শুরু করতে চায় কমিশন। মোট ২৮টি টেবিলে ইন্টারভিউ নেওয়া হবে। ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদের জন্য এই সাক্ষাৎকার পর্ব চলবে। এর জন্য ১৫ হাজার ৪০৬ জনকে ডাকা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন