ফের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন শিশু শিক্ষাকেন্দ্র বা এসএসকে (SSK)-এর চুক্তিভিত্তিক শিক্ষকরা। এই ঘটনা ঘিরে এদিন উত্তপ্ত হয়ে ওঠে লেকটাউন কালিন্দী এলাকা। বিক্ষোভকারীদের অভিযোগ, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েও সময় পাননি তাঁরা।
এদিন সকালে হঠাৎই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির একেবারে দোরগোড়ায় পৌঁছে যান বিভিন্ন পুর এলাকার চুক্তিভিত্তিক এসএসকে বেশ-কয়েকজন শিক্ষিকারা। হাতে লাল গোলাপ। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন তাঁরা। কারণ, অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষকরা শিক্ষা দফতরের অধীনে চলে গেলেও এখনও পর্যন্ত পুরসভার অধীনে থাকা স্কুলগুলির চুক্তিভিত্তিক শিক্ষিকারা সংশ্লিষ্ট দফতরের অধীনে যেতে পারেননি। জাতীয় শিক্ষা নীতিতে আগামিদিনে তাঁদের চাকরি অনিশ্চিত বলেও দাবি তাঁদের। এরপরই এই বিক্ষোভের সিদ্ধান্ত। শুক্রবার পৌঁছে যান শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে।
ঘটনাস্থলে পৌঁছয় লেকটাউন থানার পুলিশ। নামানো হয় র্যাফ। এক বিক্ষোভকারী জানান, "পঞ্চায়েত চলে গিয়েছে শিক্ষা দফতরের আওতায়। মাদ্রাসাও চলে গিয়েছে। শুধু যেতে পারিনি আমরা ১২৫টা পুরসভার শিক্ষিকা। ৩ হাজার ৬০০-এর কাছাকাছি শিক্ষিকা রয়েছেন। আমাদের নিয়ে কোনও ভাবনাচিন্তাই নেই সরকারের। কিন্তু আমরা আশঙ্কা করছি ২০২২ সালে জাতীয় শিক্ষানীতি কার্যকর হলে আমাদের কী হবে? ওখানে তো চুক্তিভিত্তিকদের না রাখার কথাই বলা হয়েছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন