বঙ্গ বিজেপির সভাপতি পদে দিলীপ ঘোষের মেয়াদকাল ফুরিয়ে আসছে। সময় এসেছে পদ্ম শিবিরের পরবর্তী সাংগঠনিক প্রধান বেছে নেওয়ার। সেই দায়িত্বও দিলীপ ঘোষের কাঁধেই সঁপেছেন শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ইতিমধ্যেই বেশ কয়েকটি নামের তালিকা পাঠিয়ে দিয়েছেন দিলীপবাবু।
সূত্রের খবর, রাজ্য সভাপতি পদের দৌড়ে আছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। এছাড়াও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর নামও এই তালিকায় রয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে বাদ পড়েছেন দেবশ্রী চৌধুরী। দলের রাজ্য সভাপতি হওযার দৌড়ে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীও রয়েছেন বলে খবর সূত্রের।
এছাড়াও তালিকায় রয়েছেন, আরএসএস দক্ষিণবঙ্গ ক্ষেত্রের সম্পর্ক প্রমুখ বিদ্যুত্ মুখোপাধ্যায়, আরএসএসের প্রচারক শচীন সিংহ। সেইসঙ্গে রাজ্য বিজেপির প্রাক্তন সাংগঠনিক সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের নামও আলোচনায় রয়েছে বলে সূত্রের খবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন