শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক অনিয়মের অভিযোগ। আর এই অভিযোগের কারণে আদালতে দায়ের হয়েছে মামলা। আর এই মামলার কারণে অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন।
শিক্ষক নিয়োগ নিয়ে ফের আদালতে ভর্ৎসনার মুখোমুখি স্কুল সার্ভিস কমিশন। যদিও এর আগেও বহুবার আদালতে ভর্ৎসনার মুখোমুখি হয়েছিলেন কমিশনের চেয়ারম্যান। ফের কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। এমন অভিযোগে বিরক্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের করেন কয়েকজন পরীক্ষার্থী। তাদের অভিযোগ, ২০১৬ সালে নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে বড়সড় জটিলতা থেকে গিয়েছে। ২৫৩ র্যাঙ্কের প্রার্থী চাকরি পেয়েছে। কিন্তু চাকরি পাননি ২১৪ র্যাঙ্কের প্রার্থী।
এই মামলা চলাকালীন কমিশনকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি। ইতিমধ্যে কমিশনের কাছে হলফনামা তলব করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ৩১ অগস্ট।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন