উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগের শেষ নেই। এবার সামনে এল নয়া অভিযোগ। রাজ্যে অনেকেই শিক্ষক নিয়োগের চাকরি নিতে চাইছে না। অন্তত স্কুল সার্ভিস কমিশনের পরিসংখ্যান সেই কথাই বলছে। দীর্ঘদিন ধরেই আইনি জটিলতায় আটকে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার জন্য ফের ইন্টারভিউ প্রক্রিয়া নেয়।
শেষে দেখা যায় কয়েক হাজার প্রার্থী অনুপস্থিত থেকেছে ইন্টারভিউ প্রক্রিয়াতে। আবার অনেকের প্রয়োজনীয় তথ্য না থাকার জন্য ইন্টারভিউ বোর্ডেই বাতিল করে দেওয়া হয়েছে। যা নিয়ে রীতিমতো সরগরম উচ্চপ্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। কমিশনের আধিকারিকদের মতে যদি নিয়োগ প্রক্রিয়া শেষ হয় তাহলে একাধিক পদ শূন্য থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রায় ৭ বছর ধরে আইনি জটিলতায় আটকে রয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। এবার তার জেরেই উচ্চ প্রাথমিকে শিক্ষক এর চাকরি নিতে চাইছে না একাধিক চাকরিপ্রার্থী। কমিশন সূত্রে পাওয়া খবর ১৯০০জন চাকরিপ্রার্থী ইন্টারভিউ তে অনুপস্থিত ছিলেন। কিন্তু এত সংখ্যক চাকরিপ্রার্থী কেন অনুপস্থিত? কমিশনের আধিকারিকদের ব্যাখ্যা, এদের মধ্যে বেশিরভাগই কেউ অধ্যাপক, নবম-দশম, একাদশ-দ্বাদশ স্তরে শিক্ষকের চাকরি পেয়ে গিয়েছেন। আবার কেউ কেউ ডব্লিউবিসিএস এর চাকরি পেয়ে চলে গিয়েছেন। তার জন্যই এত সংখ্যক চাকরিপ্রার্থী অনুপস্থিত থেকে গেছে বলেই মনে করা হচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন