দলের মধ্যে বড়সড় পরিবর্তন আনতে চলেছে সিপিআই(এম) নেতৃত্ব। "পাকা চুল আর নয়। আনতে হবে কাঁচা চুলের জোয়ানদের, না হলে দল বাঁচানো যাবে না।" এবার ৭৫ বছরের উর্ধ্বসীমা বাঁধছে সিপিআই(এম) নেতৃত্ব। যার ফলে বঙ্গ সিপিএম নেতাদের মধ্যে বিমান বসু থেকে হান্নান মোল্লারা বাদ যেতে পারেন পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটি থেকে।
এদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দলের কোনও কমিটিতেই আর ৭৫ বছর বয়সের বেশি কেউ থাকতে পারবেন না। এর ফলে বিমান বসু, হান্নান মোল্লারা বাদ যেতে পারেন পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটি থেকে। তরুণ প্রজন্মকে জায়গা করে দিতেই এই ভাবনা বলে সিপিআই(এম) এর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন