ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, করোনা পরিস্থিতিতে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও হবে সংশোধিত সিলেবাস ও পরিবর্তিত প্রশ্ন কাঠামোয়। একই পদ্ধতি মানা হবে একাদশের বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে।
প্রতি বছর উচ্চ মাধ্যমিকের আগে মাধ্যমিক পরীক্ষা হয়ে থাকে। সে ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ কি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পথেই হাঁটবে? পর্ষদ সূত্রে খবর, প্রথমে ঠিক হয়েছিল, এ বছরের মাধ্যমিক পরীক্ষা ৭০ শতাংশ পাঠ্যক্রমের উপর নেওয়া হবে। করোনা পরিস্থিতিতে প্রায় এক বছর ক্লাস না-হওয়ায় পাঠ্যক্রম কমাতে বাধ্য হয় পর্ষদ। করোনার কারণে শেষ পর্যন্ত অবশ্য এ বছর মাধ্যমিক পরীক্ষা নেওয়াই সম্ভব হয়নি।
আগামী বছরের মাধ্যমিক কতখানি পাঠ্যক্রমের ভিত্তিতে হবে, তা নিয়ে আলাপ-আলোচনা শুরু করেছে পর্ষদ। তবে পরের বারের মাধ্যমিক যে পুরো পাঠ্যক্রমে নেওয়া সম্ভব নয়, তা কার্যত স্বীকার করে নিচ্ছেন নিবেদিতা ভবনের আধিকারিকরা। সে কথা মাথায় রেখেই পাঠ্যক্রম নিয়ে চলছে আলোচনা। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হলে পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় তা জানিয়ে দেবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন