শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। একাধিক অনিয়মের অভিযোগে আদালতে দায়ের হয়েছে মামলা। আর সেই মামলার কারণে এখনও আইনি জালে জড়িয়ে আছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া।
আগামী ১০ আগস্ট থেকে শুরু হতে চলেছে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা নিয়ে জমা পড়া অভিযোগগুলির শুনানি প্রক্রিয়া। বুধবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল স্কুল সার্ভিস কমিশন। গত ৩১ জুলাই উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা নিয়ে অভিযোগ জমা করার শেষ দিন ছিল। জানা গিয়েছিল, ওইদিন পর্যন্ত প্রায় ২৫ হাজার ৩৫০টি অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে।
কমিশনের প্রাথমিক অনুমান, একাধিকবার জমা পড়া এবং ভিত্তিহীন অভিযোগ বাদ দিয়ে শেষ পর্যন্ত হয়তো ৮-১০ হাজার অভিযোগের শুনানি হতে পারে। কমিশন সূত্রে জানা গিয়েছে, শুনানির জন্য ৭টি বোর্ড গঠন করা হতে পারে। তার জন্য ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতর ৬ জন যুগ্মসচিবকে কমিশনে পাঠিয়েছে। প্রতিদিন ২০০-২১০টি অভিযোগের নিষ্পত্তি বা প্রতিকারের লক্ষ্যে অভিযোগকারী প্রার্থীদের বক্তব্য শোনা হতে পারে। তবে, এই শুনানি প্রক্রিয়া কতদিন চলবে সেই সম্পর্কে এখনও জানানো হয়নি কমিশনের তরফে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন