নিয়োগ নিয়ে অভিযোগের শেষ নেই। বেশ কয়েকবছর আটকে আছে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। এর ফলে ক্ষোভ বাড়ছে চাকরিপ্রার্থীদের মধ্যে। এমন আবহে চাকরিপ্রার্থীদের জন্য ভাল খবর।
দীর্ঘ কয়েক বছর পর মাদ্রাসায় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। মাদ্রাসা স্কুলগুলোতে ৩ হাজার ৮০০ শিক্ষক নিয়োগ করা হবে। দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে মাদ্রাসা সার্ভিস কমিশন। বর্তমানে রাজ্যে মোট ৬১৪টি মাদ্রাসা স্কুল রয়েছে।
স্কুলগুলোর দেওয়া তালিকা অনুযায়ী ৩ হাজার ৮০০ শিক্ষক পদ শূন্য রয়েছে। নবান্নের অনুমতি এলে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানা গিয়েছে। বর্তমানে মাদ্রাসা সার্ভিস কমিশন প্রধান শিক্ষক,কর্মশিক্ষা ও শরীর শিক্ষার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু করেছে। মাদ্রাসায় ২৮৭ জন প্রধান শিক্ষক নিয়োগ করা হচ্ছে। কর্মশিক্ষায় ১০৯ জন ও শরীর শিক্ষায় ৮১ জন শিক্ষক নিয়োগ করা হচ্ছে। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রী মুহাম্মদ গোলাম রব্বানি বলেন, মাদ্রাসায় শূন্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান শিক্ষক, কর্মশিক্ষা ও শরীর শিক্ষার শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। আগে এই কাজ সম্পন্ন হোক। তারপর বাকি শূন্যপদ পূরণ করা হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন