চাকরিজীবীদের জন্য ভাল খবর আসছে। কর্ম সময়ের বেশি যদি ৩০ মিনিটও কোনও কর্মী অফিসের কাজ করেন তবে সেই কর্মীকে ওভারটাইম বা বাড়তি সময় কাজ করার জন্য কর্মীদের অতিরিক্ত টাকা দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার আগামী ১ অক্টোবর থেকে সারা দেশে লেবার কোড নিয়ম চালু করার দিকে এগোচ্ছে। যা এই মুহূর্তে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদি সারা দেশে লেবার কোড আইন বা শ্রম আইন কার্যকর হয় সেক্ষেত্রে অফিসে কাজ করার পদ্ধতিতে বড়সড় বদল আসতে চলেছে।
লেবার কোডের নিয়ম অনুযায়ী কোনও কর্মীকে দিনে পাঁচ ঘণ্টার বেশি কাজও করাতে পারবেনা সংশ্লিষ্ট সংস্থা। কাজের মাঝে দিতে হবে কমপক্ষে ৩০ মিনিটের বিরতিও। ৩০ মিনিটের কম সময় অতিরিক্ত হিসাবে কাজ করলে কোনও বাড়তি টাকা দিতে হবে সংস্থার পক্ষ থেকে কর্মীকে। নয়া লেবার কোড নিয়ম বা শ্রম আইন অনুযায়ী কর্মীদের প্রতিদিন কাজের সময় বাড়িয়ে ১২ ঘণ্টা করার কথা উল্লেখ করা হয়েছে। যা এখন বেশিরভাগ সংস্থায় মোট কাজের সময় ৮ থেকে ৯ ঘণ্টা রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী কোনও কর্মীকে সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ করতে হবে। কোনও ব্যক্তি দিনে ৮ ঘণ্টা করে কাজ করলে সেই কর্মীকে ৬ দিন কাজ করতে হবে। সপ্তাহে যদি ৪দিন কোনও কর্মী কাজ করেন ১২ ঘণ্টা করে অর্থাৎ সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত কাজ করলে সপ্তাহে ৩ দিন ছুটি পাবেন। শুক্র-শনি-রবি কর্মীদের ছুটি দেওয়া হবে তবে লেবার ইউনিয়নের পক্ষ থেকে বিরোধিতা করেন যে কর্মীদের ১২ ঘণ্টা করে প্রতিদিন কাজ করতে হবে। এই নিয়ম অনুযায়ী কর্মীদের বেসিক স্যালারি বাড়বে। মোট বেতনের অর্ধেক হতে হবে বেসিক স্যালারি। এরফলে বেশিরভাগ কর্মীদের বেতন কাঠামোতে পরিবর্তন আসতে পারে। পি এফ ও গ্রাচুইটির জন্য বেশি টাকা কাটবে হাতে কম টাকা এখন আসবে কিন্তু ভবিষ্যতে অবসরের সময় বেশ কিছুটা বেশি টাকা পাবেন বলেও জানা গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন