করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ ছিল দেশের প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। পয়লা সেপ্টেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের পুনরায় ক্লাস শুরু হয়েছে। তার পর থেকে তামিলনাড়ুতে প্রায় ৪০০ ছাত্র-ছাত্রী করোনায় আক্রান্ত। এমনটাই জানালেন সেরাজ্যের স্বাস্থ্য সচিব জে রাধাকৃষ্ণণ।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত খবর প্রকাশিত হয়। ওই প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ইউনিসেফ ও প্রেস ইন্সটিটিউট অফ ইন্ডিয়া যৌথভাবে একটি ওয়েবিনারের আয়োজন করে। টপিক ছিল- 'ব্যাক টু স্কুল : চ্যালেঞ্জেস অ্যান্ড অপারচুনিটিস'। সেখানে বক্তব্য রাখার সময়ই উপরের পরিসংখ্যান তুলে ধরেন তামিলনাড়ুর স্বাস্থ্য সচিব। তাঁকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল পুনরায় খোলার পর একাধিক ছাত্র-ছাত্রী করোনায় আক্রান্ত হলেও, পরিস্থিতি অতটাও উদ্বেগজনক নয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন