মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে কাঁটা। অক্টোবরের প্রথম সপ্তাহে তাঁর রোম সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু সূত্রের খবর, সেই সফরে আপত্তি তুলল বিদেশমন্ত্রক। অর্থাৎ পুজোর আগে রোম যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশমন্ত্রক সেই সফরের অনুমতি দেয়নি। যুক্তি হিসেবে জানানো হয়েছে, যে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আমন্ত্রিত হয়েছেন, তা ওই পদের সঙ্গে সংগতিপূর্ণ নয়। সূত্রের খবর, এই মর্মে বিদেশমন্ত্রকের একটি চিঠি এসে পৌঁছেছে নবান্নে। এই ঘটনার সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "এটা অত্যন্ত লজ্জার ব্যাপার। নেতিবাচক সিদ্ধান্ত। কেন্দ্রের অনুমতি দেওয়াটা শুধুমাত্র ফর্মালিটি। এই কাজের নিন্দা করছি।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন