জ্বরে কাহিল বহু শিশু। ইতিমধ্যে জলপাইগুড়িতে একজন মারা গিয়েছে। আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে শিলিগুড়িতে। এর পাশাপাশি খাস কলকাতায়ও পরিস্থিতি তথৈবচ। কেন এই অসুস্থতা? কীভাবেইবা চিকিৎসা হবে? বিশেষজ্ঞ কমিটি গঠন করল স্বাস্থ্যভবন।
জানা গিয়েছে, সোমবার রাতে জ্বর-সর্দি-কাশির উপসর্গ নিয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালে ১৩০ জন শিশু। তাদের মধ্যেই একজন মারা যান এদিন সকালে। কীভাবে মৃত্যু? তা জানার চেষ্টা করছেন চিকিৎসকরা। শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে কলকাতায়। শিলিগুড়ি সদর হাসপাতালে চিকিৎসা চলছে কমপক্ষে ৭০ জন শিশুর। ভিড় উপচে পড়ছে হাসপাতালে আউটডোরেও।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন