রাজ্যের নতুন অ্যাডভকেট জেনারেল হলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় পরিচিত মহলের অনেকে তাঁকে গোপাল মুখোপাধ্যায় নামেও জানেন। সংবিধানের আর্টিক্যাল ১৬৫ (১) অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মঙ্গলবারই রাজ্যের অ্যাডভকেট জেনারেলের পদ থেকে সরে দাঁড়ান কিশোর দত্ত।
আদালত সূত্রে খবর, প্রায় সাড়ে চার বছর দায়িত্ব সামলানোর পর তিনি তাঁর পদ থেকে সরে গেলেন। গত ১১ বছরে এই নিয়ে তৃণমূল সরকারের চারজন অ্যাডভোকেট জেনারেল পদত্যাগ করলেন। ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে জয়ন্ত মিত্রের জায়গায় অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব নিয়েছিলেন কিশোর দত্ত। অনিন্দ্য মিত্র ,বিমল চট্টোপাধ্যায় এই সরকারের জমানায় প্রথম অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব সামলান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন