মহামারী আতঙ্ককে পিছনে ফেলে ফের ছন্দে ফিরছে কলকাতা। সিনেমা হল, থিয়েটার, বিনোদন পার্ক আগেই খুলে গিয়েছিল। এবার খুলে যাচ্ছে আলিপুর চিড়িয়াখানাও। বুধবার থেকে আমজনতা প্রবেশ করতে পারবেন সেখানে। তবে প্রবেশের সময় মানতে হবে কড়া কোভিডবিধি।
চিড়িয়াখানা সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ন-টা থেকে খুলছে চিড়িয়াখানা। দর্শনার্থীদের জন্য মাস্ক-স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। মানতে হবে সামাজিক দূরত্ব।
কর্তৃপক্ষ জানিয়েছে, কারওর প্রবেশের উপরই কোনও নিষেধাজ্ঞা নেই। নিয়ম মানলেই শিশুরাও প্রবেশ করতে পারবে। চিড়িয়াখানায় একসঙ্গে ১০-১২ হাজার দর্শক প্রবেশ করলেও সমস্যা নেই। তবে এই মরশুমে এত দর্শক একসঙ্গে আসবেন না বলেই মনে করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন