স্কুল-কলেজ খোলা নিয়ে কেন্দ্রীয় সরকার আগেই ১৭টি উপদেশ দিয়েছিল। তার একটাও রাজ্য সরকার মানেনি বলে অভিযোগ। এমনকি তার একটাও উত্তরও দেয়নি। বৃহস্পতিবার বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা দফতরের মন্ত্রী সুভাষ সরকার। এদিন মন্ত্রী আরও বলেন, "এখনও পর্যন্ত রাজ্যে সমস্ত স্কুল-কলেজে সমস্ত টিচিং স্টাফ, নন-টিচিং স্টাফদের ১০০ শতাংশ টিকাকরণ হয়েছে কিনা সেই রিপোর্ট কেন্দ্রকে পাঠানো হয়নি। রাজনৈতিক ভাবে প্রচার হলেও পুজোর সময় কোনও বিধি-নিষেধও রাখা হয়নি।
সুভাষ সরকার বলেন, "আমরাও স্কুল খোলার পক্ষে। তবে করোনার গ্রাফের কথাও মাথায় রাখা উচিত। এর পাশাপাশি যানবাহনের ব্যবস্থাটাও দেখা দরকার। কোভিড বিধি মেনে, ভ্যাকসিনেশন শেষ করে, সামাজিক দূরত্ব মেনে অর্ধেক অর্ধেক ছাত্রকে স্কুলে ডাকার সিদ্ধান্ত নেওয়া যেতে পারত। এইভাবেই চিন্তা করা উচিত। কিন্তু রাজ্য সরকার যেটা করছে, সেটা পরিকল্পনাবিহীন। তবে এখনও অনেক সময় আছে। তাই এখনও স্কুল খোলার আগে পরিকল্পনা নিতে পারে তারা। রাজ্য সরকার নিশ্চিতভাবে কোনও পরিকল্পনা করছে না। সঠিক পরিকল্পনা সরকার গ্রহণ করুক।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন