বঙ্গে ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় বেশ কিছুটা বাড়ল আক্রান্তের সংখ্যা। এখনও দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। তবে দৈনিক মৃতের সংখ্যা বুধবারের তুলনায় কমেছে সামান্য। পজিটিভিটি রেট ২.১৮ শতাংশ।
বৃহস্পতিবারের স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯৯০ জন। এই সময়ের মধ্যে নতুন করে মৃত্যু হয়েছে ৯ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছে ৮৪৫ জন।
রিপোর্ট বলছে, রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৯০ হাজার ৩২ জন। এরমধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৬২ হাজার ৮১৮ জন।
এমন আবহে এবার কলকাতা পুরসভার সাত-আটটি ওয়ার্ডের বিশাল এলাকাকে কনটেনমেন্ট জোন করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম এই সিদ্ধান্তের কথা জানান। কলকাতায় এই মরসুমে প্রথম কনটেনমেন্ট জোন ঘোষণার সিদ্ধান্ত নিল পুরসভা। এর মধ্যে রয়েছে ৯৭, ১০০, ১০৯, ১১০, ১১১ নম্বর ওয়ার্ডের এলাকা।
মূলত এই প্রত্যেকটি ওয়ার্ড সোনারপুর রাজপুর পুর এলাকা সংলগ্ন। মারাত্মক হারে এই রাজপুর সোনারপুরে করোনার সংক্রমণ বাড়ছে। কিছুদিন আগেই এখানকার ১, ৬, ২৯, ৩১, ৩২, ১১, ১২, ১৫, ১৬, ২৬ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা মাইক্রো কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবার এই রাজপুর সোনারপুর সংলগ্ন কলকাতা পুরসভার একাধিক ওয়ার্ডের সীমানা এলাকাকে কনটেনমেন্ট জোন করার সিদ্ধান্ত নিলেন পুর প্রশাসক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন