অসুস্থ পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে দেখতে বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বললেন মন্ত্রীর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে। খোঁজ নিলেন তাঁর শারীরিক পরিস্থিতির।
প্রসঙ্গত, অবস্থা আপাতত স্থিতিশীলতার দিকে এগোচ্ছে। স্বাভাবিক খাওয়া-দাওয়াও করছেন। তবে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে এখনও বিপম্নুক্ত বলে মনে করছেন না চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টের সমস্যা তেমন না থাকায়, সুব্রতর বাইপ্যাপ সাপোর্ট খুলে রাখা হয়েছে। রক্তচাপের মাত্রাও আপাতত স্থিতিশীল। মন্ত্রীকে পর্যবেক্ষণে রেখেছে চিকিৎসকদের নিয়ে তৈরি বোর্ড। তাঁর ভাইটাল প্যারামিটার্সও নজরে রয়েছে চিকিৎসকদের। সব ঠিক থাকলে কয়েক দিনের মধ্যেই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে মন্ত্রীর। তবে সুব্রত যেহেতু চিকিৎসায় সাড়া দিচ্ছেন, সুস্থও হয়ে উঠছেন, তাই খুব শীঘ্রই তা সম্ভব হবে বলে আশা চিকিৎসকদের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন