বঙ্গে ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় বেশ কিছুটা বাড়ল আক্রান্তের সংখ্যা। এখনও দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা।
তবে দৈনিক মৃতের সংখ্যা বুধবারের তুলনায় কমেছে সামান্য। পজিটিভিটি রেট ২.১৮ শতাংশ।
বৃহস্পতিবারের স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯৯০ জন। এই সময়ের মধ্যে নতুন করে মৃত্যু হয়েছে ৯ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছে ৮৪৫ জন।
রিপোর্ট বলছে, রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৯০ হাজার ৩২ জন। এরমধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৬২ হাজার ৮১৮ জন। রাজ্যে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ১০৫ জনের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন