বিশ্বজুড়ে বেশ কিছুক্ষণের জন্য অচল হয়ে গেল ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। কাজ করছে না মেসেঞ্জারও। সোমবার ভারতীয় সময় ৯টা নাগাদ হঠাৎ করেই সোশ্যাল সাইটগুলো অকেজ হয়ে যায়। ব্যবহারকারীরা বারবারের চেষ্টাতেও সেগুলো খুলতে পারেননি।
একমাত্র মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার কাজ করছে। ফলে সেখানে অসুবিধার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। নানান মন্তব্য ভরে যায় ট্যুইটার। ফেসবুকের তরফে ট্যুইটারে সমস্যার কথা স্বীকার করে নেওয়া হয়েছে।
লক্ষ্যণীয় বিষয় হচ্ছে, যতগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কাজ করা বন্ধ করে দিয়েছে, সেগুলি সবই ফেসবুকের মালিকাধীন। ফেসবুক কর্তৃপক্ষ এই সংস্থাগুলি অধিগ্রহণ করার পর থেকেই এই ধরনের সমস্যা বেড়ে গিয়েছে বলে অভিযোগ ব্যবহারকারীদের। অন্যদিকে, পরিষেবা বিকল হওয়ার পর এক ঘণ্টার কাছাকাছি সময় কেটে গেলেও তা এখনও স্বাভাবিক হয়নি। কেন এমনটা হল সে সম্পর্কেও খোলসা করে কিছু জানানো হয়নি কোনও তরফে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন