প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত কিভাবে হবে পড়ুয়াদের মূল্যায়ন, এবার এই বিষয়ে নির্দেশিকা জারি করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। নভেম্বর মাসে যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে তাতেই হবে চূড়ান্ত মূল্যায়ন। মঙ্গলবারই রাজ্য স্কুল শিক্ষা দফতর নির্দেশিকা জারি করে ইতিমধ্যে তা জানিয়ে দিয়েছে। সিলেবাস কমিটির তরফে যে প্রস্তাব রাখা হয়েছিল সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। এর পাশাপাশি এই গোটা প্রক্রিয়াটি ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাংলা শিক্ষা পোর্টালে সেই প্রশ্নপত্র আপলোড করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা হবে বিষয়ভিত্তিক ৩০ নম্বরের। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা হবে প্রত্যেকটি বিষয়ের ৪০ নম্বরের। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটি বিষয়ের পরীক্ষা হবে ৫০ নম্বরের। ঘরে বসেই ছাত্রছাত্রীরা সেই প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন।
করোনা পরিস্থিতিতে পরপর রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে এই ভাবেই অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মূল্যায়নের প্রক্রিয়া চালানো হচ্ছে। যদিও এক্ষেত্রে নবম ও দশম শ্রেণীর মূল্যায়নের কথা বলা হয়েছে অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে। সে ক্ষেত্রে দশম শ্রেণীর ছাত্র- ছাত্রীরা যেহেতু আগামী বছর মাধ্যমিক দেবেন সে ক্ষেত্রে স্কুলগুলির টেস্ট নেবে নাকি অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে পরীক্ষা নেবে, তা স্কুলগুলির ওপরই নির্ভর করবে বলেই জানা গিয়েছে। এর সঙ্গে নভেম্বর মাসে মিড-ডে-মিল দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা দিয়েছে সর্বশিক্ষা মিশন। এই প্রথম নভেম্বর মাসের অ্যাক্টিভিটি টাস্ক-কেই চূড়ান্ত মূল্যায়ন হিসেবে ধার্য করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন