গত মাসে পেট্রোল ডিজেলের দাম নিয়মিত বাড়ার ফলে চাপ বাড়ছিল সাধারণ মানুষের উপরে। যদিও চলতি মাসে পেট্রোল ডিজেলের দাম স্থির রয়েছে। সরকারি তেল কোম্পানিগুলি আজ, বুধবার ১৭ নভেম্বরের জন্য পেট্রোল ডিজেলের দাম প্রকাশ করেছে। ভাল খবর হল, এদিন পেট্রোল ডিজেলের দাম অপরিবর্তিতই রয়েছে।
কেন্দ্রীয় সরকারের তরফে পেট্রোল ডিজেলের উপর উৎপাদন শুল্ক কম করার পর থেকেই দাম ক্রমশ কমছিল। এর পাশাপাশি বেশকিছু রাজ্য সরকারও নিজেদের স্তরে পেট্রোল ডিজেলের দাম কম করেছে। তারা পেট্রোল ডিজেলের উপর নিজেদের ভ্যাট কম করেছিল। যেমন উত্তর প্রদেশ সরকারের তরফে পেট্রোল ডিজেলে ১২ টাকা প্রতি লিটার করে ভ্যাট কম করা হয়েছে। এরপর থেকেই উত্তর প্রদেশ সহ বেশকিছু শহরে তেলের দাম প্রতি লিটার ১০০ টাকার কম হয়েছে। আজ কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার ১০৪.৬৭ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৯.৭৯ টাকা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন