বিজেপি-র রাজ্য কমিটি বুধবার বিকেলে ঘোষণা হয়েছে। তাতে দেখা গিয়েছে দীর্ঘ দিন রাজ্য সাধারণ সম্পাদক পদে থাকা সায়ন্তন বসু কমিটির কোনও পদেই জায়গা পাননি। তার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন জল্পনার কেন্দ্রে সায়ন্তন। বুধবার রাতেই বিধাননগরে তাঁর বাড়িতে যান তৃণমূলের কয়েক জন নেতা। সূত্রের খবর, তাঁদের মধ্যে এক জন তৃণমূলের বর্তমান বিধায়ক এবং এক জন প্রাক্তন বিধায়ক ছিলেন।
প্রসঙ্গত, সদ্য প্রকাশিত হল বিজেপির নতুন রাজ্য কমিটি। বিজেপির নতুন রাজ্য কমিটিতে রয়েছে একের পর এক চমক। জয়প্রকাশ মজুমদার, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসুদের মতো নেতৃত্বকে সরিয়ে দেওয়া হল রাজ্য কমিটি থেকে। সৌমিত্র খাঁ, যিনি যুব মোর্চার সভাপতি ছিলেন, তাঁকে আনা হয়েছে রাজ্যের সহ-সভাপতি পদে। যুব মোর্চার নতুন সভাপতি করা হয়েছে বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ইন্দ্রনীল খাঁ। এদিকে মহিলা মোর্চার সভানেত্রীর পদ থেকে সরলেন অগ্নিমিত্রা পাল। তাঁর জায়গায় এলেন তনুজা চক্রবর্তী। এক ব্যক্তি এক পদ- নীতি মেনে অগ্নিমিত্রাকে মহিলা মোর্চার রাজ্য সভাপতি থেকে সরিয়ে তনুজা চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সৌমিত্র খাঁ গত কয়েক মাসে বারবার দলের নেতৃত্বের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন। তার জন্যই কি তাঁকে যুব মোর্চার সভাপতি পদ থেকে অপসৃত করা হল। সহ সভাপতি পদে সৌমিত্র খাঁর সঙ্গে রয়েছেন জগন্নাথ সরকার। লকেট চট্টোপাধ্যায় হলেন দলের সাধারণ সম্পাদক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন