বঙ্গে এখন পর্যন্ত ওমিক্রনের দাপট দেখা যায়নি ঠিকই, তবে সতর্কতায় খামতি রাখতে চায় না রাজ্য সরকার। বিদেশ থেকে আসা একাধিক যাত্রী শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এখনও পর্যন্ত তাঁরা ওমিক্রন পজিটিভ কি না, তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। এই অবস্থায় রাজ্যে নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। আন্তর্জাতিক উড়ানে আসা যাত্রীরা কলকাতা বিমানবন্দরে নামার পরে কোভিড পজিটিভ হলে তাঁদের গন্তব্যে যেতে দেওয়া হবে না। আইসোলেশনে রাখা হবে বলে নির্দেশ দেওয়া হল স্বাস্থ্য ভবনের তরফে।
এর পাশাপাশি নতুন আইসোলেশন প্রোটোকল জারি হল রাজ্যে। বিদেশ থেকে আসা যাত্রী কোভিড পজিটিভ হলেই পৃথকভাবে রাখতে হবে তাঁকে।
এর পাশাপাশি থাকতে হবে পৃথক শৌচালয়। ওই রোগীর ঘরে পিপিই কিট পরে প্রবেশ করা বাধ্যতামূলক। আইসোলেশন ওয়ার্ড থেকে যাতে সংক্রমণ না ছড়ায়, সে ব্যাপারে জোর দেওয়া হয়েছে। ওমিক্রন সন্দেহভাজনকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ওয়ার্ডের বাইরে নিয়ে যেতে হলে খুব কম সময়ের মধ্যে যাতে তা করা হয়, সেটি নিশ্চিত করার কথা বলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। ওমিক্রন আক্রান্তের দু-টি নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত হাসপাতালেই রাখতে হবে তাঁকে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে কলকাতায় ফের একজন সন্দেহভাজন ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলে। ৪৫ বছরের ওই যুবক তানজানিয়া থেকে দুবাই হয়ে কলকাতায় ফেরে। কোভিড পজিটিভ হওয়ায় কলকাতা বিমানবন্দর থেকেই তাঁকে IDBG হাসপাতালে পাঠানো হয়। উল্লেখ্য, দেশে এখনও পর্যন্ত সর্বাধিক ওমিক্রন আক্রান্ত মহারাষ্ট্রে, ৬৫ জন। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি, ৫৭ জন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন