স্বপ্ন ছিল বাংলার গদি দখলের। যদিও গত বিধানসভা নির্বাচনে ২০০ আসনের স্বপ্ন দেখে মাত্র ৭৭ আসনেই থেমে যেতে হয়েছে বিজেপিকে। শুধু তাই নয়, তারপর থেকে যে কয়েকটি উপনির্বাচন হয়েছে, তাতেও তৃণমূলের কাছে পর্যুদস্ত হতে হয়েছে গেরুয়া শিবিরকে। তার পরেও বাংলায় এখন প্রধান বিরোধী বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভায় এখন বাম বা কংগ্রেসের কোনও প্রতিনিধি নেই। কিন্তু সেই বিজেপিই কি এবার বিরোধী পরিসরের জায়গাও হারিয়ে ফেলছে ক্রমশ? কলকাতা পুরভোট সেই প্রশ্নটাই তীব্রভাবে তুলে দিল।
এবারের পুরসভা নির্বাচনে কার্যত সবুজ ঝড়। ১৩৪ ওয়ার্ডে জিতেছে রাজ্যের শাসক দল তৃণমূল। আসন সংখ্যার নিরিখে বিজেপি অবশ্য দ্বিতীয় স্থানেই রয়েছে। তাঁদের দখলে ৩ আসন। নির্দল প্রার্থীরাও জয়ী হয়েছেন তিন ওয়ার্ডে। আর দুটি করে আসন পেয়েছে বাম ও কংগ্রেস। কিন্তু দেখা গিয়েছে, কলকাতার বহু ওয়ার্ডেই বামেরা রয়েছে দ্বিতীয় স্থানে।
পরিসংখ্যান দেখলে বোঝা যাচ্ছে, কলকাতার ৬৫ আসনে বামেরা রয়েছে দ্বিতীয় স্থানে। বিজেপি দ্বিতীয় স্থানে রয়েছে ৪৭ ওয়ার্ডে, কংগ্রেস দ্বিতীয় স্থানে ১৬ আসনে আর নির্দল প্রার্থীরা দ্বিতীয় স্থান পেয়েছেন পাঁচটি ওয়ার্ডে। রাজনৈতিক মহলের একাংশ বলছে, বামেদের বাস্তবেই পুনরুত্থান ঘটছে। যার কিছুটা আন্দাজ মিলেছিল শেষ উপনির্বাচনগুলিতেও। বিজেপি অবশ্য এখনও সন্ত্রাসের অভিযোগই করে চলেছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন