২২ তারিখেই বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগরে ভোট। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য সচিবের সঙ্গে কমিশনের বৈঠকে এনিয়ে সিদ্ধান্ত গ্রহণ। প্রচারে নিয়ন্ত্রণ করে ৪ পুরসভায় ভোট চায় রাজ্য নির্বাচন কমিশন।
করোনা পরিস্থিতিতে বিধি মেনে কীভাবে ভোট করানো যায় তা নিয়েই ছিল এদিনের বৈঠক। ভোট পিছিয়ে দেওয়া হতে পারে এমন জল্পনার মধ্যে আগামী ২২ জানুয়ারি কড়া বিধিনিষেধের মধ্যে নেওয়া হবে ভোট।
রবিবারের ঘোষণা মতো আজ থেকেই রাজ্যে লাগু হয়েছে নয়া করোনা বিধি। তাই পুরভোটের প্রচারে তা কীভাবে লাগু হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কমিশনের সঙ্গে আজকের বৈঠকে ছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব। তিনি ওই বৈঠকে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতির কথা বিস্তারিত জানান। রাজ্য সরকারের আরোপ করা কড়া বিধিনিষেধের কথাও জানিয়ে দেন মুখ্যসচিব। সূত্রের খবর রাজ্য সরকার মাস্ক পরা থেকে ভিড় কম করার উপরে যেহেতু জোর দিয়েছে তাই পুরভোটের প্রচারেও এনিয়ে বিশেষ সতর্কতা নেবে কমিশন। কোভিড বিধি অমান্য যাতে না হয় তার জন্য রাজনৈতিক দলগুলিকে বিশেষ গুরুত্ব দিতে বলা হচ্ছে। বড় ধরনের কোনও জমায়েত করতে দেওয়া হবে না বলে জানা যাচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন