নতুন বছরে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। প্রয়াত বরকত গনিখান চৌধুরীর কোতোয়ালির ভিটে থেকেই তেমন ইঙ্গিত পাওয়া গিয়েছে। তৃণমূল ছেড়ে কি কংগ্রেসে ফিরতে চলেছেন মৌসম বেনজির নুর? পুরনো দলে ফিরবেন তাঁর সুইজারল্যান্ড ফেরত মামা লেবু ওরফে আবু নাসের খান চৌধুরীও? শনিবার মালদহ জেলা কংগ্রেস সভাপতি তথা মালদহ দক্ষিণের সাংসদ আবু হাসেম খান চৌধুরীর (ডালু) কথায় তেমন ইঙ্গিত পাওয়া গিয়েছে। শনিবার কালিয়াচকের এক অনুষ্ঠানে আবু হাসেম খান চৌধুরী বলেন, "বাংলার রাজনীতিতে কংগ্রেসের প্রতীক মালদহের কোতোয়ালি ভবন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন