ক্রমশ ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিডগ্রাফ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পেল প্রায় দেড়গুণ। তাল মিলিয়ে বেড়েছে মৃত্যুও। লাফিয়ে বেড়েছে সংক্রমণের হার-ও। এই পরিসংখ্যানই ঘুম কেড়েছে স্বাস্থ্যদফতরের কর্তাদের।
বুধবার স্বাস্থ্য দফতর জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২২ জন। যা নিয়ে এদিন অবধি মোট ১৬ লাখ ৭৮ হাজার ৩২৩ জন মারণ ভাইরাসে আক্রান্ত হলেন। জানা গিয়েছে, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের মোট সংখ্যা ৩৩ হাজারের বেশি। নমুনা পরীক্ষা হয়েছিল ৬০ হাজার ৫১১ জনের। এই মুহূর্তে রাজ্যের পজিটিভিটির হার ২৩.১৭ শতাংশ।
প্রসঙ্গত, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পাশাপাশি এবার করোনা থাবা সিবিআই দফতরেও। সল্টলেকের সিজিও কমপ্লেক্স এবং কলকাতার নিজাম প্যালেস মিলিয়ে এই মুহূর্তে করোনা আক্রান্ত সিবিআইয়ের মোট ১৩ জন আধিকারিক। সিবিআই সূত্রে খবর, তাঁরা ইতিমধ্যেই হোম আইসোলেশনে চলে গিয়েছেন। ফলত এবার ৪০ শতাংশ কর্মী নিয়ে কাজ করবে সিবিআই। ১৩ জন আধিকারিক একইসঙ্গে করোনা আক্রান্ত হওয়ায় তাঁদের সংস্পর্শে আসা সমস্ত আধিকারিকদেরও আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দফতরের সামনে নিয়োজিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও থার্মাল স্ক্রিনিং এবং অন্যান্য শারীরিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন