রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে বিস্তারিত জানানোর পাশাপাশি জানালেন, তাঁর গাড়ির দু-জন চালকও কোভিড আক্রান্ত হয়েছেন। মুখ্যমন্ত্রীর এদিন বললেন, "পুলিশ কমিশনারের কোভিড হয়েছে। কোভিডে আক্রান্ত ডিসি সাউথ। কিন্তু কিছু করার নেই। আমি যে আসব অফিসে, আমার দু-জন গাড়ির চালক, তাঁদের করোনা গিয়েছে।
শুক্রবার একটি অনুষ্ঠান রয়েছে, যেটিতে প্রধানমন্ত্রী থাকবেন, সেটির বিষয় উল্লেখ করে মমতা বলেন, "কালকে একটি অনুষ্ঠান রয়েছে, সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে আমাকেও থাকতে হবে। তবে আমি থাকব ভার্চুয়ালি, আমার কালীঘাটের অফিস থেকে। এ খানে এলে আবার অফিসারদের বিরক্ত করার একটি বিষয় থাকবে। তাই আমি চাইছি না। আমিও বাড়ি থেকে কাজ করব কাল। আমি চাই না আর নতুন করে কেউ সংক্রমিত হোক।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন