করোনার কারণে পরপর দু-বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। পরীক্ষা নিতে না-পারার হ্যাটট্রিক হোক, সেটা মোটেই চাইছে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বার ওই পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার মধ্যে সংসদ জানাচ্ছে, নির্ধারিত সূচি অনুসারে তারা অফলাইনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ারই চেষ্টা করবে। সংসদ-সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, "করোনা আবহে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কী হবে, তা নিয়ে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা খুবই চিন্তিত।
শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ২০২০ সালে। সে-বার করোনার প্রকোপের মধ্যে মাধ্যমিক পরীক্ষা কোনও ভাবে শেষ করা গেলেও উচ্চ মাধ্যমিক শেষ করা যায়নি। বিশেষ পদ্ধতিতে মূল্যায়নের মাধ্যমে পরীক্ষার্থীরা পাশ করেছিল। ২০২১ সালে করোনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, দু-টি পরীক্ষাই পুরোপুরি বাতিল হয়ে যায়। প্রশ্ন উঠছে, এই বছরেও যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে যায়, তা হলে পরপর তিন বছর পরীক্ষা হবে না। সেটা একেবারেই কাম্য নয় বলে মনে করছেন সংসদের কর্তারাও।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন