পথ দুর্ঘটনায় আহত তৃণমূল বিধায়ক মদন মিত্র। বাইক চালিয়ে বেলঘরিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাইক থেকে পড়ে গিয়ে আহত হন মদন মিত্র। বিটি রোডের কাছে রথতলায় বাইক চালিয়ে যাওয়ার সময় তাঁর লরির সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হয় তাঁর। আপাতত সুস্থ মদন মিত্র। বিটি রোডে একটি পুষ্প প্রদর্শনী চলছে। ওই অনুষ্ঠানে যোগ দিতেই যাচ্ছিলেন মদন মিত্র। রাস্তায় অতিরিক্ত যানজটের জেরে অনুষ্ঠানে পৌঁছতে দেরি হচ্ছিল। তাই তৃণমূল বিধায়ক গাড়ির বদলে বাইকে চড়ে পুষ্প প্রদর্শনীতে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন