বিতর্ক পিছু ছাড়ছে না রাজ্যের। ফের নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ উঠল। এবার রাজ্য পুলিশের কনস্টেবল পদে দুর্নীতির অভিযোগ। গোটা প্যানেলই বাতিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের প্রকাশিত চূড়ান্ত প্যানেল শুক্রবার বাতিল করে দিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল আদালত বা স্যাট (SAT)। রিসার্ভেশন নীতি প্রয়োগ না করে প্যানেল প্রকাশের অভিযোগের জেরে স্যাটে বাতিল হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল (মেল) ২০১৯ সালের প্যানেল। অভিযোগ, এই প্যানেল তৈরির সময় সংরক্ষণের যে নীতি তা মানা হয়নি। এরপরই স্যাটে মামলা করেন চাকরিপ্রার্থীরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন